ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যেভাবে গ্রেফতার হলেন মইনুল হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫৭, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যারিস্টার মইনুল হোসেন তার ব্যক্তিগত একটি প্রাইভেটকারে করে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে আ স ম আব্দুর রবের বাসায় যান। তবে তার আগে থেকেই পুলিশ বাড়ির বাইরে অবস্থান করছিল। যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরে তারা একে অন্যকে খবর দেন। পরে অল্প সময়ের মধ্যে বাড়ির সামনে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের সংখ্যা বেড়ে যায়। আ স ম আব্দুর রবের বাড়ির সিকিউরিটি গার্ড সিদ্দিক এসব তথ্য জানান।

সিকিউরিটি গার্ড বলেন, বাড়ির সামনে রোডের দুই মাথার এক পাশে তিনটি এবং অপর পাশে চারটি সিলভার রঙের হাইয়েচ গাড়ি দাঁড়ানো ছিল। এছাড়া পুলিশের ৬ থেকে ৭টি মোটরসাইকেল ছিল।

তিনি বলেন, রাত পৌনে ৯ টার দিকে পুলিশ বাসার ভেতরে ঢোকেন। পরে সোয়া নয়টার দিকে মইনুল স্যারকে সঙ্গে নিয়ে নিচে এসে একটি সিলভার রঙের হাইয়েচ গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, সোমবার রাত সোয়া নয়টার দিকে রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি