রংপুরে পরকীয়া প্রেমের অপবাদে ফতোয়াবাজদের হাতে যুবক নির্যাতন
প্রকাশিত : ১৪:৪১, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪১, ৩০ জানুয়ারি ২০১৭
গৃহবধূর সাথে পরকীয়া প্রেমের অপবাদে রংপুরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। ফতোয়াবাজদের নির্যাতন থেকে বাদ পড়েননি গৃহবধূও। জোর করে তাকে বের করে দেয়া হয় বাড়ি থেকে। এ মামলা হলেও পুলিশ মুল হোতা ফতোয়াবাজদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে যুবক রফিকের মাথার চুল কেটে এভাবেই সারাগ্রাম ঘুরিয়েছে ফতোয়াবাজরা।
দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে দুলালের বাড়িতে যেতো রফিক। এলাকার কয়েকজন তার ওই বাড়িতে যাওয়াকে দুলালের স্ত্রীর সাথে রফিকের পরকীয়া বলে প্রচারণা চালায়। এমন অবস্থায় গেলো বুধবার রফিককে দুলালের ঘর থেকে বের করে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় একটি বেসরকারী কলেজের শিক্ষক আজাদের নেতৃত্বে রফিকের চুল কেটে জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো হয়। বাড়ি থেকে বের করে দেয়া হয় দুলালের স্ত্রীকেও।
রফিকের মৃত্যুদন্ড আর ১শ’ বেত্রাঘাত দেয়া উচিত ছিলো বলে জানায় ফতোয়াবাজরা।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হলেও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রকাশ্যে ফতোয়াবাজদের অমানবিক কাজের জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ নির্যাতনের শিকার যুবক রফিক।
আরও পড়ুন