ঢাকা, শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫

রক্তস্পন্দনের উদ্যোগে ফল উৎসব ও চিকিৎসা ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাস্তায় ফেলে দেওয়া, মানসিক ভারসাম্যহীন, অন্ধ, বোবা, প্যারালাইজড, ঠিকানাবিহীন পরিচয় হারা, বেওয়ারিশ মা, নারী ও শিশুদের জন্যে স্পেশাল বৃদ্ধাশ্রম এ সামাজিক সংগঠন রক্তস্পন্দন-এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হলো ফল উৎসব ও চিকিৎসা সংক্রান্ত ক্যাম্পেইন। 

অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রক্তস্পন্দনের চীফ কো-অর্ডিনেটর এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। আয়োজনটির নেতৃত্ব দেন রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ আনোয়ার হোসেইন, রক্তস্পন্দনের সদস্য ডা. এ. কে. এম. মোস্তাফিজুর রহমান ইসমামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রক্তস্পন্দনের উদ্যোগ সত্যিই মানবিক। পরিবার থেকে দূরে থাকা এসব মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের এই আয়োজন।”

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেইন বলেন,“এ ধরনের মানবিক উদ্যোগের অনুপ্রেরণার মূল উৎস জনাব তারেক রহমান। তাঁর নেতৃত্বে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ পরিণত হবে প্রকৃত অর্থেই মানবিক বাংলাদেশে।”

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক ডা. এম. এ. তাইফুল হক বলেন, “রক্তস্পন্দনের সূচনা হয়েছিল জনাব তারেক রহমানের প্রেরণায়। তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন ছাড়াও ভবিষ্যতে আরও অনেক মানবিক ও বিজ্ঞানসম্মত কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উপস্থিত সবাই অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং রক্তস্পন্দনের এমন মহৎ উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি