রত্নাগর্ভা মায়ের সন্তান আনিসুল হক
প্রকাশিত : ১৮:২৬, ২ ডিসেম্বর ২০১৭
 
				(ফাইল ফটো)
প্রয়াত মেয়র আনিসুল হক বাবা মায়ের প্রথম সন্তান। বাবা শরীফুল হক বাংলাদেশ আনসারে চাকরি করতেন। মা রৌশন আরা ছিলেন সন্তানদের ব্যাপারে সব সময় সচেষ্ট।
বাবা মায়ের সেই পরিশ্রম বৃথা যায়নি। প্রথম সন্তান আনিসুল হক- এর কথা আমরা জানি। দ্বিতীয় সন্তান ড. ইকবাল একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তৃতীয় সন্তান এম হেলাল যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি পেশায় একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেন। ছোট সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান।
একমাত্র মেয়ে জেসমিন হক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তার স্বামী একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।
পারিবারিকভাবে খুব বেশি বিত্ত না থাকলেও সন্তানদের মানুষ করার ব্যাপারে সফল ছিলেন এই বাবা মা। যা অনেকের জন্য অনুকরণীয় হতে পারে। আনিসুল হকের মা একজন রত্নগর্ভা মা হিসেবে দেশে প্রতিষ্ঠিত।
এসএইচ/
 
				        
				    






























































