ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাউজানে বেসরকারি পর্যায়ে স্কুল ফিডিং কার্যক্রম

প্রকাশিত : ১৮:৩৯, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৯, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশে প্রথম বারের মত রাউজানে বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। কর্মসূচির উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্কুল ফিডিং কার্যক্রমের বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানও মন্ত্রী। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীকে বিনামূলে দুপুরের খাবার দিচ্ছে স্থানীয় বিত্তশালীরা। কার্যক্রমের উদ্বোধন শেষে বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করা হয় এসব টিফিন। এসময় উদ্যোক্তারা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করা যাবে বলে আশা করছেন তারা । উদ্বোধনী অনুষ্টানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন,  বর্তমান সরকার প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি