ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীতে একটি বাসায় আগুনে দগ্ধ ৪

প্রকাশিত : ০৯:৪৯, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫০, ৩০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারায় একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের ৪জন। গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া গৃহকর্তা শহিদুল ইসলাম জানান, মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সাথে সাথেই আগুন ধরে যায়। তার ধারনা, গ্যাসের চুলার লাইন লিক থাকায় গ্যাস জমে এই র্দূঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে শহিদুলের স্ত্রী নাদিরা ইসলামের ৮৫ শতাংশ পুড়ে গেছে। ছেলে মোরশেদের ৩ এবং জিহাদের ৩০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি