ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধরা হলেন: টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)।
 
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়।
 
দগ্ধ টোটন বলেন, ‘শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই। এরপর প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি