ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীতে ট্রাকচাপায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকচাপায় আফসানা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী আবদুল হাকিম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, এই দম্পতির গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে।

নিহতের স্বামী আবদুল হাকিম জানান, বাড্ডার কুড়িল চৌরাস্তা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা। ভোরে বাসা থেকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে শ্যামপুর লাল মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলের পেছন থেকে আফসানা হঠাৎ পড়ে যান। তখন একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেলে আফসানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আফসানার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি