ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীতে হুজির ৬ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। 

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হুজির এই গ্রুপটি ডাকাতির মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে, যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো। শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি