ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজধানীতে ৪র্থ দিনের মতো হকার উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ১৯:৫৮, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০১, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চতুর্থ দিনের মতো রাজধানীর গুলিস্তান এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এদিকে বল প্রয়োগ না করে পুর্নবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। দাবি আদায়ে ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ ৪দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। বুধবার সকাল থেকেই গুলিস্তান এলাকায় হকার উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রাস্তার পাশে থাকা অস্থায়ী স্থাপনা । ফুটপাত দখলমুক্ত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। তবে হকাররা বলছেন, পুনর্বাসন না করে এভাবে উচ্ছেদ করায় পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। এদিকে উচ্ছেদের প্রতিবাদে সকালে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে হকার্স ইউনিয়ন। উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়ে নতুন কর্মসূচী ঘোষনা করা হয়। দ্রুত পুনর্বাসনেরও দাবী জানান হকার্স ইউনিয়নের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি