ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার (১২ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর যে এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা, আশকোনাসহ আশপাশের সব এলাকা (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত)। 

এছাড়া এর আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে।
 
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি