ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ, যাচ্ছেন না ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ আজ। তবে সেই সমাবেশে যাচ্ছেন না গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে ফ্লাইটে ওঠার কথা থাকলেও অসুস্থ থাকায় তিনি আজকের সমাবেশে যেতে পারছেন না।
শুক্রবার বেলা ২টায় রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। সমাবেশস্থলে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটবে বলে আশা করছেন তারা। একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিই প্রথম জনসভা জাতীয় ঐক্যফ্রন্টের।
বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের সূত্রে জানা গেছে, ড. কামাল না আসলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, কর্নেল অলি আহমেদ, আন্দালিব রহমান পার্থ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতা এবং জাতীয় ঐক্যফ্রন্টের সকল নেতারা যোগ দেবেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি