ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

করোনা ভাইরাস

রামেকে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম পোশাক আশাক না থাকায় এর প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।

বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে সকাল ৮টা থেকে তারা কর্মবিরতি শুরু করে। তাদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনও ব্যবস্থা না থাকায় তারা কর্মবিরতি পালন করছেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান জানিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে মাস্কসহ অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে জ্বর সর্দি কাশির রোগী হঠাৎ করে বেড়ে গেছে। সে ক্ষেত্রে তাদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা জরুরি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি