রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ০৯:৪৬, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৪, ৩০ জানুয়ারি ২০১৭
স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে উড়িয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একতরফা ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জিদান শিষ্যদের। তবে, গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। কোভাসিক গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে ব্যবধান বাড়ান। আর ৮২ মিনিটে মোরাতা শেষ গোলটি করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ১৯ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রইলো তারা। এক ম্যাচ বেশি খেলা সোসিয়েদাদের পয়েন্ট ৩৫।
আরও পড়ুন