ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লকডাউন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুলিশ ব্যারাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১০:৫৩, ২৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত তিনজন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফলে সংক্রমণ ঠেকাতে সেখানকার একটি পুলিশ ব্যারাক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে ৭০ জন এপিবিএন সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার একজন এবং সোমবার দু’জন এপিবিএন সদস্যের শরীরে পজিটিভ পাওয়া যায়। তারা বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছেন।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ ও সেখানে দায়িত্বরত পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্মকর্তা সেলিম রেজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম রেজা বলেন, শুক্রবার এখানকার এপিবিএন’র একজন সদস্য শারীরিকভাবে অসুস্থ হলে তাকে পরীক্ষার পর পজিটিভ পাওয়া যায়। সেখানে থাকা আরও চারজনের মধ্যে রিপোর্টে দু’জনের পজিটিভ পাওয়া গেছে। সোমবার তাদেরও পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে তিনজন এপিবিএন সদস্য আক্রান্ত হলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি