লকডাউন শিথিল করলো রাশিয়া
প্রকাশিত : ১১:৫৭, ১২ মে ২০২০

করোনায় বিপর্যস্ত রাশিয়া। দেশটিতে সোমবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ১১ হাজার ৬৫৬ জন আক্রান্ত হয়েছে। তবে এরই মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটি।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে রাশিয়ায় লকডাউন শিথিল কার্যকর হচ্ছে। এ সংবাদ প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা তাস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, অর্থনৈতিক ধাক্কা সামলাতেই রাশিয়ায় ছয় সপ্তাহ ধরে চলা লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট পুতিন। তবে শর্তসাপেক্ষে লকডাউন শিথিলের কথা জানিয়েছেন তিনি। শর্তসাপেক্ষে আজ থেকে সাধারণ নাগরিকরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘১২ মে থেকে শুরু হয়ে পুরো দেশ এবং সমস্ত অর্থনৈতিক খাতের এককালীন অকার্য দিবসের সমাপ্তি হবে। তবে দেশে কোনো ধরনের গণ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।’
পুতিন আরও জানান, ‘আমাদের সামনে একটি দীর্ঘ এবং কঠিন পথ পাড়ি দিতে হবে। তাই ধাপে ধাপে এই লকডাউন তুলে নেওয়া হবে।’
উল্লেখ্য, করোনা সংক্রমণের দিক থেকে এক সময় তালানিতে থাকা রাশিয়া এখন ইতালি, ফ্রান্স এবং জার্মানির তুলনায় বেশি বিপর্যস্ত। এই বিপর্যয়ের মধ্যে লকডাউন শিথিল করার ঘোষণা দেওয়া হলো।
এসএ/