ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়  মেলা অনুষ্ঠিত হচ্ছে।

কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঞ্জরুল ইসলাম। জেলা প্রশাসক কার্যলয় সূত্রে জানায়, আগামীকাল সকাল ১০টা র‌্যালি, সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, স্টল পরিদর্শন, জেলার সকল ইউডিসি উদ্যোক্তাদের উপস্থিতিতে সেমিনার, প্রামাণ্য চিত্র প্রদর্শনী (ই-সেবা, সরকারের সাফল্যসমূহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শন করা হবে। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প এবং কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন ও মেলার স্টল মূল্যয়নপুরস্কার বিতরণ ও সমাপনী, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান। সূত্র: বাসস

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি