লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান
প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭
আকাশ সংস্কৃতির আগ্রাসনের যুগে বাঙালির অস্তিত্ব রক্ষায় লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।
নগরীর ডিসি হিল চত্বরে দু’দিনের লোক উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত লোকসংস্কৃতি উৎসবে শ্লোগান ছিল ‘লোক রং-এ রাঙিয়ে দাও মনুষ্যত্বের আলো’। সমাপনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু। উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দেশের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতি তুলে ধরা হয়।
আরও পড়ুন