ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২৮ ডিসেম্বর ২০১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি সোনা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪ কেজি সোনা উদ্ধার

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৪০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। যেগুলোর ওজন হয়েছে ৬৪ কেজি। 

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এ সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। যেগুলো ওজন করার পর ৬৪ কেজি হয়েছে বলেও তিনি জানান। 

তবে কারা এই সোনা এনেছে এবং এগুলো কোথায়, কার কাছে যাওয়ার কথা ছিল- তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি