ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শিমুল বিশ্বাস ও রাজীবসহ ৩৯ জন রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ ৩৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া আট নারী কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার পৃথক দুই মহানগর হাকিমের এজলাসে শুনানি হয়। হাকিম সত্যব্রত শিকদার শাহাবাগ থানার মামলায় শিমুল বিশ্বাসসহ ২৫ জনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে শিমুল বিশ্বাসকে পাঁচ দিন ও অন্যদের দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই মামলায় গ্রেপ্তার বিএনপির আট নারী কর্মীকে কারাগারে পাঠিয়ে দেন বিচারক।

আরেক হাকিম মাজহারুল ইসলাম পল্টন থানার মামলায় ছাত্রদল সভাপতি রাজীবের পাঁচ দিন ও অপর ১৩ জনের একদিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পৃথক মামলায় তদন্ত কর্মকর্তারা আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন দাখিল করেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি