ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শিশু রাইফার মৃত্যু: জামিন পেলেন ৪ চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৬, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের ‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামিন পেয়েছেন চার চিকিৎসক। বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে ভারপ্রাপ্ত মহানগর মুখ্য হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ওই চার চিকিৎসক আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত পুলিশ চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত তাদের জামিন দেন।

জামিনপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন, ডা. সুব্র দেব, ডা. লিয়াকত আলী।

প্রসঙ্গত, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগে তোলপাড় সৃষ্টি হলে ঘটনা তদন্তে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে শিশু রাইফার মৃত্যুর জন্য চিকিৎসা অবহেলা ও চিকিৎসকদের কর্তব্যে অবহেলাকে দায়ী করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি