ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান সৈয়দ আশরাফের

প্রকাশিত : ১৬:১৭, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:২১, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ’কথা বলেন। এছাড়া, দেশ গড়ার কাজেও জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ। al asrafধর্মীয় সংখ্যালঘুর অস্তিত্ব রক্ষায় রুখে দাড়াও- এই শ্লোগান নিয়ে আয়োজন করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন। এতে যোগ দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন কোন সভ্য সমাজের কাজ নয়। তাই নির্যাতকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি বলেন, কোথাও সংখ্যালঘু নির্যাতিত হলে সরকার বসে থাকবে না, কঠোর হাতে তা নিয়ন্ত্রন করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদন্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখনও থেমে নেই। এছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি