ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

‘সংবিধান হচ্ছে ঢাল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেসামরিক সাংবিধানিক শাসন আমলে কারাগারে আদালত বসানো অমূলক বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।তিনি বলেন, জেলখানায় আদালত কাঙ্ক্ষিত নয়।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, সংবিধান হচ্ছে ঢাল। প্রয়োজনে সংবিধানের কাছে মানুষ আশ্রয় নিবে, প্রয়োজনে সংবিধানের কাছে মানুষ ব্যাখ্যা খুঁজবে। 

তিনি বলেন, বেসামরিক সময়ের তথাকথিত জেলখানায় আদালত এখন কাঙ্ক্ষিত নয়। সামরিক সময়ে কর্নেল তাহেরের বিচারালয় কারাগারের ভেতর স্থাপনও মানুষ ভালো চোখে দেখেনি বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ।

প্রসঙ্গত, নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারের ব্যবস্থা করায় অসন্তোষ জানিয়েছেন কারাবন্দি খালেদা জিয়া। তিনি আর আদালতে যাবেন না বলেও আদালতকে গতকাল বুধবার জানিয়ে দিয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি