ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৫ মে ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এসময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি