ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সঠিকভাবে বাস্তবায়ন হলে নতুন ভ্যাট আইনে পন্যের দাম বাড়ার কোনো কারণ নেই

প্রকাশিত : ০৯:৫৫, ৩০ মে ২০১৬ | আপডেট: ০৯:৫৫, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

সঠিকভাবে বাস্তবায়ন হলে নতুন ভ্যাট আইনে পন্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে আশ্বস্থ করেছে ভ্যাট প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। শুধুমাত্র মূল্যসংযোজনের ওপর ভ্যাট আরোপ হওয়ায় কোন কোন ক্ষেত্রে দাম কমার সুযোগ আছে বলেও মনে করছেন তারা। তবে আইন প্রয়োগে সরকারের দুর্বলতার সুযোগে ব্যবসায়ীরা নতুন এ আইনকে দাম বাড়ানোর অজুহাত হিসাবে ব্যবহার করবে বলে আশঙ্কা ভোক্তাদের। আসছে ২’রা জুন বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। তার আগে পহেলা জুন থেকেই কার্যকর হবে নতুন ভ্যাট আইন, যেখানে সব লেনদেনে মূল্যসংযোজনের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের কথা বলা হয়েছে। ব্যবসায়ীরা শুরু থেকেই বলে আসছেন, দেশে ব্যবসা-বানিজ্যে লেনদেনের বড় অংশ অনলাইনে না হওয়ায় এ আইন এখনই বাস্তবায়ন সম্ভব নয়। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের মতে, ব্যবসায়ীরা সব সময়ই বাড়তি দাম নেয়ার অযুহাত খোঁজেন। নতুন ভ্যাট আইনও কার্যকর হলে এক্ষেত্রেও ব্যাতিক্রম হবে না। নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৩ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে ভ্যাট থেকে আসবে ৭৬ হাজার কোটি টাকা। ভ্যাট অনলাইন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতারা ভ্যাট দিলেও তা ঠিকমত আদায় হয় না। নতুন আইনে সে সুযোগ থাকছে না, হবে না মূল্যস্ফিতিও। ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেন ভ্যাটের আওতামুক্ত থাকায় বেশ কিছু পণ্যের দাম কমবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি