ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সমাবেশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টে রিট ঐক্যফ্রন্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী (২৪ অক্টোবর) বুধবার সিলেটে সমাবেশের অনুমতি না পাওয়ার অভিযোগে হাইকোর্টের রিট দায়ের করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই রিটে সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতা আইনজীবী জগলুল হায়দার আফ্রিক।

এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, সিলেটের পুলিশ কমিশনাসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে। 

তিনি জানিয়েছেন, রিটে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেন না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আগামীকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

উল্লেখ্য, আগামী (২৪ অক্টোবর) হযরত শাহজালালের মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা রয়েছে। এর আগে এই জোটের পক্ষ থেকে ২৩ অক্টোবর সিলেট সফরের ঘোষণা দিলেও পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি একদিন পেছানো হয়েছে । কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি