ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানার অভিযোগ করেছে বিএনপি

প্রকাশিত : ১৯:১০, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১০, ৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানার অভিযোগ  করেছে বিএনপি। এতে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলেও মনে করছে দলটি। তবে আগামী ১৩ নভেম্বর সমাবেশের অনুমতির পাওয়া যাবে বলে আশা করছে  বিএনপি। এরজন্য সরকারের সহযোগিতা চেয়েছে তারা। নয়াপল্টনে  দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আশাপ্রকাশ করেন, গণতন্ত্র সমুন্নত রাখতে আগামী ১৩ নভেম্বর সমাবেশের অনুমতি দেয়া হবে। জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ অভিযোগ করেন, বর্তমান সরকার ৭  নভেম্বরের চেতনা বিরোধী। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ১৫ আগষ্টের পর যারা ক্ষমতা দখল করেছিলেন তাদের বিষয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি