ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সাইকেল লেইনের দাবিতে রাজধানীতে শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সপ্তম সাইকেল লেইন দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেলের জন্য আলাদা লেইনের দাবিতে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে মানিক মিয়া এভিনিউয়ে কয়েকশ মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। ‘ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ ও সাইক্লিং উৎসাহিত করুন, জ্বালানি সাশ্রয়, যানজট রোধে সাইকেল লেইন হোক বাস্তবায়ন’ প্রতিপাদ্য নিয়ে এই শোভযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ সাইকেল লেইন বাস্তবায়ন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে।

বাংলাদেশ সাইকেল লেইন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, সাবেক ফুটবলার কায়সার হামিদ এবং  উৎসব কমিটির আহ্বায়ক তানজীম এলাহি বক্তব্য রাখেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আমাদের ঢাকা শহরে এখন যে অসহনীয় যানজট, তা নিরসনে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। আমরা যদি এ ব্যাপারে ছেলেমেয়েদের উৎসাহিত করি তবে যানজটও অনেকটা কমিয়ে আনা সম্ভব।”

বিনোদন বা সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সাইকেল চালানো যেতে পারে। এটা যানজট দূর করতেও বড় ভূমিকা রাখতে পারে।

বিনোদন ও সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সাইকেল চালানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সাইকেল চালালে যেমন সুস্থ থাকা যায়, ঠিক তেমনি দুর্ঘটনা এড়াতেও সাহায্য করে। তাই সাইকেলের জন্য আলাদা লেইন জরুরি।  

বিজিএমইএ’“র সাবেক সভাপতি আতিকুল ইসলাম সাইকেলের জন্য আলাদা লেইন নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রয়াত মেয়র এ ব্যাপারে কিছু কাজ শুরু করেছিলেন ”।

এসময় তিনি মেয়র নির্বাচিত হলে সাইকেলের জন্য আলাদা লেইন নির্মাণের প্রতিশ্রুতি দেন।

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি