ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় পৌছেছেন মুস্তাফিজুর

প্রকাশিত : ২১:৩৪, ১ জুন ২০১৬ | আপডেট: ২১:৩৪, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরকাড়া মুস্তাফিজুর রহমান গ্রামের বাড়ি সাতক্ষীরার তেঁতুলিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার রাতে বাড়ীতে পৌঁছান তিনি। এদিকে, মুস্তাফিজ বাড়িতে ফেরায় আনন্দমুখর হয়ে উঠেছে গোটা এলাকা। প্রিয় এই ক্রিকেট তারকাকে দেখতে ভিড় করছেন অনেকে। প্রতিভাগুণে ক্রিকেট বিশ্বে মুস্তাফিজ এখন পরিচিত নাম। ভারতীয় লিগ-আইপিএলেও রেখেছেন নৈপুণ্যের সাক্ষর। মুস্তাফিজের বাড়ি ফেরা উপলক্ষে ছেলের কিনে দেয়া নতুন গাড়ী নিয়েই যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন বাবা আবুল কাশেম গাজীসহ স্বজনেরা। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে ফেরা মুস্তাফিজকে পেয়ে আপ্লুত মা-বাবা। এছাড়া, প্রিয় এই তারকাকে দেখতে বুধবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় করে অনেকে। এ’সময় মুস্তাফিজের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার বাবা। মুস্তাফিজ এখন আর শুধু পরিবারের নয়, গোটা দেশের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি