ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

সাবেক সিআইডি প্রধান আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সিআইডি) মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) দুদকের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন।

মোহাম্মদ আলী মিয়ার নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। 

আরও পড়ুন: স্ত্রী-সন্তানসহ নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ওই নথির অভিযোগ সংশ্লিষ্ট মো. আলী মিয়ার বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়াও একান্ত প্রয়োজন।

একইদিনে দেশত্যাগে নিষেধাজ্ঞায় পড়া অন্যান্যরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও তাদের তিন সন্তান ছেলে সাদ আল জাবির আব্দুল্লাহ, দুই মেয়ে লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি