ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগসহ দশটি রাজণৈতিক দল

প্রকাশিত : ১৫:২৩, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৩, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগসহ দশটি রাজণৈতিক দল, যারা ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিল।সকালে দলগুলোর প্রতিনিধিরা মন্ত্রীপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দেন।বিএনপির দাবি ১৩ দফা প্রস্তাবনা অনুসরন করে নাম প্রস্তাব করা হয়ছে আর আওয়ামী লীগের দাবি দলীয় ফোরামে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট নিয়ে নাম নির্ধারন করা হয়েছে। বিকেলে সার্চ কমিটির পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের পর ২৮ জানুয়ারি প্রথম বৈঠকেই রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করা হয়। এরপরই নড়েচড়ে বসে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ ও বিএনপিসহ দলগুলো নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জন করে কমিশনারের নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিনিধিরা মন্ত্রিপরিষদ বিভাগে যান নামের তালিকা জমা দিতে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও বৈঠক করা হয় নামের ব্যাপারে। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলপের নেতৃত্বে আওয়ামীলীগ প্রতিনিধি দল নাম জমা দেন।দলের নেতাদের সর্বসম্মত্তিতে নাম নির্বাচন করা হয়েছে। মঙ্গলবাসকাল ১০টার পর থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) তে আসতে থাকেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।দলগুলো হলো- জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু), বিজেপি, খেলাফত আন্দোলন । পরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপার্সনের উপদেষ্টা এ বি এম সাত্তার বিএনপির পক্ষ থেকে নাম জমা দেন। রিজভী বলেন, এই নামগুলোতে বিএনপি প্রস্তাবতি ১৩দফার প্রতিফলন রয়েছে। এদিকে বিকেলে সার্চ কমিটি বিশিষ্ট পাঁচ নাগরিকের সঙ্গে বৈঠক করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি