ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি

প্রকাশিত : ১৩:২৭, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৭, ২৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছে তার সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি বলছে, যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তাদের নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই। এর মধ্য দিয়ে আগের রকিবউদ্দিন কমিশনের মতই একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ’সব বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ উদ্যোগ নিলে, বিএনপির আপত্তি থাকবে না বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি