সার্চ কমিটি নৈতিকতার সঙ্গে কাজ করবেন
প্রকাশিত : ২০:৪৪, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৪৪, ২৬ জানুয়ারি ২০১৭
নির্বাচন কমিশন গঠনের সুপারিশ প্রণয়নে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নৈতিকতার সঙ্গে কাজ করবেন বলে আশা করছেন বিশ্লেষকরা। নাগরিকদের কাছ থেকে নাম নেয়ার পারমর্শও দেয়া হয়েছে কমিটিকে। এদিকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আশ্বাস দিয়েছেন সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর শিরীন আখতার।
নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজিৈনক দলগুলোর সাথে সংলাপের পর বুধবার ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের চিটি পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ।
এই কমিটিকে স্বাগত জানিয়েছন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রস্তাবনায় সার্চ কমিটিকে বেধে দেয়া ১০ দিন বেশী সময় নয় উল্লেখ করে, নাগরিকদের কাছ থেকেও নেয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এতে বিতর্ক কম হবে বলে মনে করেন এই বিশ্লেষক।
সার্চ কমিটি নীতি নৈতিকতা মেনে কাজ করতে বলেও প্রত্যাশা তার।
তবে নির্বাচন কমিশন গঠনে সুপারিশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর শিরীন আখতার।
তিনি জানান, কি পদ্ধতিতে কাজ হবে তা নির্ধারিত হবে সার্চ কমিটির সভায়।
আরও পড়ুন