ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাড়ে ছয় দশকেও পূর্ণাঙ্গ হয়নি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের নামের তালিকা

প্রকাশিত : ১০:০৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাড়ে ছয় দশকেও পূর্ণাঙ্গ হয়নি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের নামের তালিকা। উচ্চ আদালত তালিকা তৈরির নির্দেশ দিলেও, তা করা অসম্ভব বলে মনে করেন ভাষা সৈনিক আহমদ রফিক। তবে, যারা ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই তালিকা করা যেতে পারে বলে মনে করেন তিনি। বছর ঘুরে আসে ভাষার মাস ফেব্র“য়ারি। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে ডাক পড়ে ভাষা সৈনিকদের। তবে, ভাষা আন্দোলনের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে তেমন কিছুই করা হয়নি বলে মনে করেন এই ভাষা সৈনিক। বাংলা ভাষার গৌরবের এ আন্দোলনে সম্পৃক্তদের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ও আদেশ হয় ২০১০ সালে। কিন্তু, দীর্ঘ সময়েও সরকার পদক্ষেপ না নেয়ায় পরে আদালত অবমাননার অভিযোগও আনা হয়। এ’ বিষয়ে সরকারের গঠিত কমিটির আহবায়ক ও ভাষা সৈনিক আহমদ রফিক বলেন, ৬৮ জনের তালিকা আদালতে দেয়া হলেও সেটি পূর্ণাঙ্গ নয়। তবে, নিজ উদ্যোগে এখন পর্যন্ত দুইশ’ ২১ জনের একটি তালিকা করেছেন বলে জানান তিনি। সরকার বলছে, সারাদেশে এ’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা করা কঠিন। তবে, যারা ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছিলেন, তাদের তালিকা করা যেতে পারে, বলে মত দেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি