ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিপিবির সমাবেশে বোমা হামলার ১৬ বছরে বিচার হয়নি

প্রকাশিত : ১৯:০২, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০২, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পল্টনে ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার ১৬ বছরে বিচার না হওয়ার কারন এবং এই মামলায় যাদের বিচার চলছে তাদের মদদদাতাদের কেন ধরা হচ্ছে না তা জানতে চেয়েছেন দলের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয় সম্মুখে ২০০১ সালে ২০ জানুয়ারী পল্টনে বোমা হামলায় নিহতদের স্মরণে অস্থায়ী বেদীতে পূষ্পমাল্য অর্পণ করেন সিপিবি সহ বিভিন্ন সংগঠন। এসময় সিপিবি নেতৃবৃন্দ বলেন, ২০১৪ সালের ২১ আগষ্ট ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ করলেও এখনও রায় ঘোষনা হয়নি। শুধু তাদের বিচার করলেই হবে না, মদদদাতাদেরও খুঁজে বের করে বিচার করতে হবে। না হলে দেশ সাম্প্রায়িকতা মুক্ত হবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি