ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সীমান্ত ব্যাংক লিমিটেডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:০২, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০২, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশ ও জাতির স্বার্থে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে আরো নিবেদিত হয়ে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পিলখানায় বিজিবি সদর দফতরে সীমান্ত ব্যাংক লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। দেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনেও বিজিবিকে সচেষ্ট থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিজিবি’র তত্ত্বাবধানে যাত্রা শুরু করা নতুন ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে বিজিবি সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে বর্তমানের ভালো সম্পর্ক থাকায় সীমান্তে প্রাণহানির ঘটনা কমেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি