ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার অনেক গ্রাম বিলীন হয়ে হচ্ছে সুরমার ভাঙনে

প্রকাশিত : ১১:৩৭, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৪২, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সুরমার ভাঙনে বিলীন হয়ে হচ্ছে দোয়ারা বাজারসহ সুনামগঞ্জ সদর উপজেলার অনেক গ্রাম, বাজার ও ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বাড়িঘর, লঞ্চঘাট, রাস্তাঘাট, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। ফসলের জমি ও ভিটেমাটি হারিয়ে অনেকেই হয়েছেন সর্বস্বান্ত। ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। সদর উপজেলার জগন্নাথপুর, ইবরাহিমপুর ও পইন্দাসহ ভাঙনের কবলে অনেক গ্রাম। সুরমার গর্ভে বিলীন হচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, বাজার, রাস্তাঘাট, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে দোয়ারাবাজার উপজেলার বহু প্রাচীন আমবাড়ি বাজার ও হরিণাপাটি গ্রাম। ভাঙনে সহায় সম্বল হারিয়ে অনেকেই পথে বসেছেন। শিগগিরই ব্যবস্থা না নিলে আরও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। নদী ভাঙ্গনে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর জলবায়ু ট্রাস্টের আওতায় পাঠানো প্রস্তাবনা অনুমোদন পেলেই ব্যবস্থা নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি