ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’ আত্মসমর্পণ করেছে

প্রকাশিত : ১২:৩৬, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:৩৬, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

অস্ত্রসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’। রোববার ভোরে র‌্যাবের কাছে এ বনদস্যু দলের প্রধান সোহাগসহ ৭ সদস্য র‌্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করে। এসময় তারা ৪৪টি অস্ত্র জমা দেয়া। র‌্যাব জানিয়েছে, বাগেরহাটের মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফরে তার কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে সুন্দরবনে জেলেদের উপর হামলা, অপহরন, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে বনদস্যু মাস্টার বাহিনীর বিরুদ্ধে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি