ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সুমনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৭, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র ছেলে সুমন জাহিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কমলাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

তবে এটি কী পরিকল্পিত হত্যাকাণ্ড বা আত্মহত্যা, তার তদন্ত চলছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেয়ায় হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে তার পরিবার।

বৃহস্পতিবার দুপুরের দিকে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র সন্তান সুমন জাহিদের গলা কাটা মরদেহ রাজধানীর খিলগাও এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। 

এঘটনায় জিআরপি পুলিশ বাদী হয়ে কমলাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে সুমন জাহিদ সাক্ষি দিয়েছেন তাদের সম্পৃক্ততাসহ ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান।

তবে এটি পরিকল্পিত হত্যা কাণ্ড হতে পারে এমন দাবি পরিবারের।  

দুপুরে ঢাকা বিশ্বাবিদ্যালয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে, মা সেলিনা পারভীনের পাশেই দাফন করা হয় তাকে।  

ভিডিও:

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি