ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:১৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:১৭, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২২৭টির, আর ২১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ৬৭৮ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৪২ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩২২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৮০টির, আর ৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি