ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সারাদেশে জামায়াতের নারীকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রথমবারের মতো রাজধানীতে দলের নারী নেতা-কর্মীদের বড় জমায়াতের পরিকল্পনা করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ সমাবেশের ঘোষণা দেন।

ডা: তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্য সব দলের চেয়ে নারীকর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা একটিভ, ভোটও বেশি পাব। এ জন্য আক্রমণ করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের উপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে।

তিনি আরও জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে। তারা বুঝেতে পেরেছে জিততে পারবে না, এ জন্য দখল করার পরিকল্পনা নিয়েছে।

ডা: তাহের বলেন, ১৪, ১৮, ২৪-এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে।

তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ হবে। হামলা বন্ধ না হলে জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে আরও কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১–দলীয় নির্বাচনী ঐক্যও কর্মসূচি দেবে।

নারীদের প্রতি সবগুলো হামলার প্রকৃতি এক- জানিয়ে তিনি বলেন, নারীদের ক্রমাগত আমরা সামনে আনার চেষ্টা করছি। এ রকম হামলা হলে নারী প্রার্থী পাব না, তারা নারী অধিকারের কথা বললেও তারা নারীদের পিছিয়ে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান প্রমুখ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি