ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

স্বামীর হাতে স্ত্রী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম শিউলি (২৮) আক্তার। আজ বুধবার সকাল ১০ টার দিকে কদমতলী থানার শনির আখড়া এলাকার বাসা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূর স্বামীর নাম রিপন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মঙ্গলবার রাতে কোনো একটা সময় তারা (স্বামী-স্ত্রী) কথা কাটাকাটি ও ঝগড়া করেন। এতে স্বামী রিপন ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনার পর থেকে স্বামী রিপন পলাতক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাকে (রিপন) গ্রেফতারের চেষ্টা চলছে। আত্মীয়-স্বনজদের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি