ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ২ ও রাজবাড়িতে ১জন নিহত

প্রকাশিত : ১১:২৭, ১৮ মে ২০১৬ | আপডেট: ১১:২৭, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। এেিদক রাজবাড়ি সদরের চর খানখানপুরে বাস ও ট্রলির সংঘর্ষে ট্রলির চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকামুখী ধানের বীজবহনকারী একটি পিকআপ ভ্যান বাহুবলের ডুবাঐ বাজারের আখনজী ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এদিকে গতরাতে রাজবাড়ির সদর উপজেলার চর খানখানাপুর ছোটব্রীজ এলাকায় বরিশালগামী একটি বাসের সাথে ঢাকাগামী গরু বোঝাই ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক ইয়াছিন নিহত হন। আহত হয় বাসের ১০ যাত্রী। নিহত ট্রলি চালক ইয়াছিন কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা। আহতদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি