হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ১২ বছর আজ, সাজা হয়নি হামলাকারীদের
প্রকাশিত : ১২:৫৭, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৭, ২৭ জানুয়ারি ২০১৭
হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫জনকে হত্যার একযুগ পেরোলেও তদন্ত আর বিচারের দীর্ঘসূত্রিতায় এখনো সাজা হয়নি হামলাকারীদের। হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিচারকাজ চলছে। তবে এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার। হত্যাকাণ্ডের ১২তম বার্ষিকীতে অপরাধীদের বিচার না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা হয়। ঘটনাস্থলেই মারা যায় চারজন। গুরুতর আহতাবস্থায় শাহ এমএস কিবরিয়াকে ঢাকা আনার পর মারা যান তিনি।
হামলায় আহত হন আরো ৪৩ জন।
এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়। হত্যা মামলার বিচার কাজ শুরু হতেই লেগে যায় ১০ বছর। ৩২ আসামীর মধ্যে ১৪ জন কারাগারে, ১০ জন জামিনে আর ৮ জন এখনো পলাতক।
নৃশংস এ হামলার ঘটনায় বিচারের দীর্ঘসূত্রিতায় হতাশা প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা।
হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৪৩ জন। আর বিস্ফোরক মামলার বিচারকাজ শুরুর অপেক্ষায়।
পতালতক আসামীদের গ্রেফতার করে গ্রেনেড হামলার বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।
আরও পড়ুন