ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হলি আর্টিজান মামলায় মুক্তি পাচ্ছেন হাসনাত করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এখন তার মুক্তি পেতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার চার্জশিট গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এতে ৮জনকে আসামি করা হয়েছে। চার্জশিটে হাসনাত করিমের নাম না থাকায় আইনজীবীরা তাকে অব্যাহতির আবেদন জানান। বিচারক আর্জি মঞ্জুর করে তাকে মামলা থেকে অব্যাহিত দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ৫ জঙ্গি। গত ২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। আসামিদের মধ্যে ছয়জন কারাগারে এবং দুজন পলাতক রয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি