হাওর রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
প্রকাশিত : ১৬:৩৬, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২০ জানুয়ারি ২০১৭
হাওর রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ঠজনেরা।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্থায়িত্বশীল রূপরেখা বিষয়ে মতবিনিময় সভায় হাওরের বর্তমান অবস্থা ও বৈশিষ্ট্য তুলে ধরে নদী, পানি ও হাওর বিশেষজ্ঞ ডক্টর খলীকুজ্জামান। প্রতিবেশগত দিক থেকে সুন্দরবনের পরেই হাওরের অবস্থান জানান তিনি। বক্তারা বলেন, পরিবেশ অক্ষুন্ন রেখে অর্থনৈতিক উন্নয়নে হাওরের অবদান সীমাহীন। তাই হাওর রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আরও পড়ুন