ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড় থেকে জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারী কবীর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এছাড়া এ সংগঠনের আরও দুই জঙ্গি ইয়াসিন ও ইমরানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। 

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

তিনি জানান, এরইমধ্যে দেশি-বিদেশি অস্ত্রের ব্যাপক মজুদ গড়ে তুলে তারা। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে সিটিটিসি। 

হিন্দাল শারকিয়া আগামী দিনে জিহাদের প্রস্তুতি নিচ্ছিলো উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার জঙ্গিদের রিমান্ডে আনলে আরও তথ্য পাওয়া যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি