ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

একুশে আগস্ট গ্রেনেড হামলা

মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৯ আসামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:২৭, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ তাজউদ্দিন, শেখ সালাম, আবদুল মাজেদ খান, মোহাম্মদ ইউসুফ, আবদুল মালেক, মাওলানা শওকত হোসেন, শেখ ফরিদ, মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, হাফেয মাওলানা আবু জায়েদ, হোসাইন আহাম্মেদ তামীম।

এছাড়াও রয়েছেন মুফতি মঈন, মাসুম বিল্লাহ, রফিকুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতন, লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার আবদুর রহিম। আরও রয়েছেন আবদুস সালাম, আবদুস সালাম পিন্টু, মোহাম্মদ হানিফ।

এসব আসামিদেরকে ৩০২, ৩৪, ১২০ ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আ আ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি