ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে উপচার্যসহ ১৫ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপচার্যসহ ১৫ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে রাতভর অবরুদ্ধ থাকেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগসহ ১৫ শিক্ষক। গেল ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করে আসছে রুয়েটের ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার দুই সিরিজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে প্রশাসন। এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি