ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

৬০ দিনের মধ্যে নিবন্ধনহীন বয়লার বন্ধের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:২৫, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্প কারখানায় নিবন্ধনহীন বয়লার রয়েছে সেগুলো ৬০ দিনের বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

গত ৩ জুলাই গাজীপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। এ ঘটনায় ১৩ জন নিহত হন। শ্রমিক-পথচারী মিলিয়ে আহত হন ৪২ জন।

ওই ঘটনার ১৫ দিনের মাথায় উচ্চ আদালতের এই নির্দেশনা এলো।

গাজীপুরের ওই কারখানায় বিস্ফোরণের দিনই জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে উঠে আসে বয়লারের ডেলিভারি ভাল্ব বন্ধ রেখে অতিরিক্ত প্রেসার তৈরির চেষ্টা করায় বিস্ফোরণ হয়েছিল।

পরে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিস্ফোরণের পেছনে সাতটি ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে।

সেগুলো হচ্ছে - বয়লারের প্রেশার গেজ নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট না কাটা, প্রেশার রিলিজ না করা, অপারেটরদের তদারকের অভাব, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি।

 

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি